গাজীপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:৫৯,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ২০ বার পঠিত
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা রবিবার সকালে গাজীপুর সিভিল সার্জন সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম। ঔষধ প্রশাসন ও গাজীপুরে বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক ড. মোঃ আকতার হোসেন। বক্তব্য রাখেন গাজীপুর বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন, কায়েদী আজম জিন্নাহ, নূরুল ইসলাম প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।