গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতাপ কুমার গোপ : তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার মনিপুর বাজার ও তালতলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ জনকে কারাদন্ড প্রদান ও ৮ জনকে ১ লাখ ৯৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর আঞ্চলিক তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, কিছু অসাধু লোকজনের সহযোগিতায় স্থানীয় লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে সরকারী সম্পদের অপচয় করতেছে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা মো. হাফিজুর রহমানকে ৩০ দিন এবং মো. মাঈনুদ্দিনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া উক্ত এলাকার মো. রুবেলকে ৩০ হাজার, খাদিজা আক্তারকে ৭ হাজার, মো. আলমাসকে ২ হাজার, মো. আরসাদকে ২ হাজার, মো. শাহাদাৎ খাঁকে ২ হাজার, মো. কামাল হোসেনকে ২০ হাজার, মো: রইছ উদ্দিনকে ৩০ হাজার এবং মো: শাহীন কাজীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়। অপরদিকে উক্ত এলাকায় ৪টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের ৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ১০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ১,২০০ টি বাড়ীর আনুমানিক ২,৪০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, গাজীপুর অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান, প্রকৌশলী মিজা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী, উপসহকারী প্রকৌশলী মোঃ সাবিনুর রহমান ও মোঃ মজিবুর রহমান, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed