গাজীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা হয়েছে। দিবস টি উপলক্ষে সকালে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়। সেখানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম, সফিউদ্দিন পালোয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি আহমেদ, মশিউর রহমান পাপ্পুু, মেজবাহ উদ্দিন, আবুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন বঙ্গবন্ধুর মতো নেতা এ দেশে জন্মগ্রহণ করেছে বলেই আমরা স্বাধীন হতে পেরেছি। তা নাহলে আমাদের পরাধীন থাকতে হতো। বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সারাজীবন লড়াই সংগ্রাম কওে গেছেন। আজকের এই দিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার অবদানের কথা বাঙালি চিরজীবন মনে রাখবে। তাার আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমরা আজ গর্ববোধ করি।
বক্তারা আরো বলেন, তাঁর আদর্শ সারাদেশে ছড়িয়ে দিতে হবে, তার আত্মত্যাগের কথা বাঙালি জাতি কোনদিন ভুলবে না। জেল জুলুম নির্যাতন তাকে দমিয়ে রাখতে পারেনি, আজ বাঙালি জাতি মর্যাদার জাতি হিসেবে বিশ্ব পরিচিতি লাভ করেছে। সে মহান নেতার দল করে আমরা আজ আনন্দিত। এসময় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার উন্নয়নের গল্প প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
Related News

মুশতাক হত্যা ও ছাত্রদলের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাবি সংবাদদাতা: কারাবন্দী লেখক মুশতাক আহামেদকে হত্যা ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভRead More

গাজীপুরে সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরে সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্ট ঢাকা-গাজীপুরRead More
Comments are Closed