Main Menu

মুসলিম নারীকে সমাবেশ থেকে বের করে দিলেন ট্রাম্প

ফের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

হিজাব এবং বিশেষ বার্তা যুক্ত টি-শার্ট পরায় এক মুসলিম নারীকে নির্বাচনী সমাবেশ থেকে বের করে দিয়ে ফের সমালোচনার মুখে পড়লেন তিনি।

রক হিল ডিপার্টমেন্ট পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের ভাষ্য, ‘‘ট্রাম্প যখন বক্তৃতা রাখছিলেন ওই সময়ে ৫৬ বছর বয়সি রোজা হামিদ তার সামনেই অবস্থান করছিলেন। এ সময় তার টি-শার্টে লেখা ছিলো, ‘সালাম-আমি শান্তির বার্তা নিয়ে এসেছি।’’

রক হিল পুলিশ ডিপার্টমেন্টের মেজর স্টিভেন থম্পসন বলেন, ‘‘রোজা ঝামেলা সৃষ্টি করছেন বলে সমাবেশ কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করে। এ জন্য তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।’’

পুলিশ যখন রোজাকে সরিয়ে আনে তখন ট্রাম্পের অনেক ভক্ত মন্তব্য করছিলো। তারা বলছিলো, ‘তুমি বেরিয়ে যাও তোমার কাছে বোমা আছে।

তবে রোজা জানয়েছেন, মুসলিমদের সম্পর্কে ট্রাম্প ভক্তদের ধারণার পরিবর্তন আনতেই সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি।


Related News

Leave a Reply

Your email address will not be published.