Main Menu

শাহজালাল মাজার জিয়ারত শেষে শাহপরানের পথে প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টা ২০মিনিটে তিনি শাহজালাল(র.) মাজারে যান। সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। বেলা ১২টা ৪৫ মিনিটে এখান থেকে বেরিয়ে হযরত শাহপরান(র.) মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের এসি(ডিবি) সিদ্দিক আহমদ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১.৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছেন।এরপর সড়ক পথে শাহজালাল(র.) মাজারে আসেন। পরে মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।


Related News

Leave a Reply

Your email address will not be published.