Main Menu

নোয়াখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের বসুরহাট-কবিরহাট সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইউছুফ (৬৫)। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯ টায় বসুরহাট-কবিরহাট সড়কে চৌধুরী ড্রাইভারের বাড়ীর দরজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউছুফ বাটইয়া ইউপির ৯নং ওয়ার্ডের চন্দ্রশুদ্দি গ্রামের মুজিব মেম্বার বাড়ীর আবদুর রহমানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়সূত্রে জানা যায়, সকালে বাটইয়া ইউপির চন্দ্রশুদ্দি গ্রাম থেকে একটি সিএনজি অটোরিক্সা যোগে ভূঁয়ারহাট আসছিল ইউছুফসহ কয়েকজন। পথিমধ্যে চৌধুরী ড্রাইভারের বাড়ীর দরজায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউছুফ মারা যান।


Related News

Comments are Closed