Main Menu

যুক্তরাষ্ট্রের রাজপথে হঠাৎ বিশাল গর্ত

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওরিগনের একটি রাস্তা অন্যান্য দিনের মতই ব্যস্ত ছিলো। সবই চলছিলো স্বাভাবিক গতিতে। তবে এমন সাধারণ একটি দিনে ব্যস্ত একটি রাস্তায় হঠাৎ তৈরি হলো বিশাল এক গর্ত। আর এ ঘটনায় হঠাৎ বেশ ভয় পেয়ে যান সেখানকার মানুষ।

প্রায় আশি ফুট ব্যাসার্ধের এই গর্তে থমকে গেল ব্যস্ততা। আকস্মিকতায় স্তম্ভিত সবাই। আর সম্পূর্ণ বন্ধ হয়ে গেলো ওরিগনের ঐ রাস্তাটি।

ভূতাত্ত্বিকদের মতে একে বলা হয় সিঙ্কহোল। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির নিচের বালুর স্তর সরে গেলে এই অবস্থা তৈরি হতে পারে। এর আগেও গত ডিসেম্বরে প্রবল বৃষ্টির পর যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে এমন বিশাল গর্ত তৈরি হয়েছিল।


Related News

Leave a Reply

Your email address will not be published.