Main Menu

শেরপুর সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

শেরপুরে ট্রাক ও ইঞ্জিনচালিত বালুবাহী ট্রলির মাঝখানে চাপা পড়ে সাথী আক্তার(৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি সদর উপজেলার চাপাতলী এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের খালিদ সংবাদমাধ্যমকে জানান, সকালে সাথী স্কুলে যাচ্ছিল। পথে এতিমখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক ও ট্রলির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় চালক পালিয়ে গেলেও, ট্রাক ও ট্রলিটি আটক করা হয়েছে।


Related News

Comments are Closed