Main Menu

মানালি-সপ্তকের বিবাহ বিচ্ছেদ

বলিউডে পরপর বেশ কয়েকজন সেলেব দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। এবার বিচ্ছেদ টলিউডেও। মানালি দে আর সপ্তক ভট্টাচার্য নাকি বিবাহবিচ্ছেদ করতে চলেছেন।

২০১২ সালে কলকাতার হাই প্রোফাইল বিয়েগুলোর মধ্যে একটি ছিল অভিনেত্রী মানালি দে এবং গায়ক সপ্তক ভট্টাচার্যের। কিন্তু দু’বছরের না ঘুরতেই এই সেলেব দম্পতির জীবনে নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে।

শোনা গেছে, বেশ কিছুদিন ধরেই মানালি আর সপ্তক আর একসঙ্গে থাকছেন না। কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে দু’জনের কারোর কাছ থেকেই কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না।

অবশেষে সোশাল মিডিয়ায় বিচ্ছেদের ঘটনা নিজেই জানিয়েছেন মানালি। তবে সপ্তকের কাছ থেকে এখনও তেমন কিছু জানা যায়নি।

শুধু এ টুকুই জানিয়েছেন, “আর কিছুদিনের মধ্যেই তাদের আইনত বিচ্ছেদ হতে চলেছে।” কিন্তু কী এমন হলো দু’জনের মধ্যে, যাতে একেবারে বিবাহ বিচ্ছেদ? সাংবাদিকদের এই প্রশ্ন বারবারই এড়িয়ে চলছেন মানালি ও সপ্তক।


Related News

Comments are Closed