Main Menu

ময়মনসিংহ-কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহের ত্রিশাল ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুই জেলায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে পৃথক দুটি দুর্ঘটনায় এ জেলায় তিনজন হয়েছেন।

ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রাঘামারায় ঢাকাগামী একটি ট্রাকচাপায় দু’জন নিহত হন।

এছাড়া, সকাল সাড়ে ৬টার দিকে জেলার সাইনবোর্ডে একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর আকস্মিক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে হেলপার জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নেয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের বিচ পাবলিক স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৩/৪ জন।

নিহত আইনজীবী হুমায়ুন আহমদ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।


Related News

Comments are Closed