Main Menu

শাহরুখের চলন্ত গাড়ি আটকে দিলেন নারী (ভিডিও)

বলিউডের বাদশা হিসেবে দুনিয়াজুড়ে খ্যাতি অর্জন করেছেন শাহরুখ খান। পৃথিবীর সর্বোচ্চ ধনী অভিনেতাদের তালিকারও শীর্ষে রয়েছেন তিনি। যেখানেই যান, সেখানেই রাজা-বাদশাহদের মতো অভ্যর্থনা পান।

এই অভিনেতার শখ গাড়ি সংগ্রহ। তাই তো বেশ কয়েকদিন আগে বিএমডব্লিউ আই সিরিজের নতুন একটি গাড়ি কিনেছেন তিনি। সেই গাড়িটি নিয়ে প্রথমবার বের হয়েই পেলেন অন্যরকম অভ্যর্থনা।

জানা যায়, মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়ি থেকে সম্প্রতি নিজের কেনা নতুন গাড়িটি নিয়ে ভ্রমণে বের হন বলিউড কিং। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন শাহরুখ নিজেই। পাশে বসা ছিল বড় ছেলে আরিয়ান খান। বাড়ি থেকে বের হয়ে কিছুদূর আসতেই এক নারী পথ আটকে দাঁড়িয়ে পড়েন শাহরুখের গাড়ির সামনে।

একটু অবাক হয়ে সাথে সাথেই ব্রেক কষেন শাহরুখ খান। পরে তিনি জানতে পারেন, এই নারী তারই ভক্ত। প্রিয় তারকাকে গাড়ি চালিয়ে আসতে দেখে আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন।

এ সময় রাস্তার পাশে থাকা অন্যান্য মানুষ শাহরুখের গাড়ির সামনে থেকে নারীকে সরিয়ে দেন। আর গাড়ির ভেতর বসেই ওই নারী ভক্তকে শুভেচ্ছা জানান ও ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন শাহরুখ।

এমন মধুর বিড়ম্বনা এবারই প্রথম নয়। হরহামেশাই কিং খানকে পোহাতে হয় ভক্তদের এই মিষ্টি যন্ত্রণা।


Related News

Comments are Closed