Main Menu

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ বাংলাদেশি।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির (২৮) ও একই জেলার লাঙ্গলকোট উপজেলার মো. রিপন (২৯)।

দুর্ঘটনায় আহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে তাদের হেলিকপ্টারে করে রাজধানী শহর রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সৌদির তায়েফে কাজ শেষে সড়কপথে রিয়াদে ফিরছিলেন ওই সাতজন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।


Related News

Comments are Closed