Main Menu

১২ জুন থেকে শাবিতে ঈদের ছুটি

মোয়াজ্জেম আফরান,শাবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন অবকাশ,পবিত্র শব-ই-কদর ও পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ১২ জুন রবিবার থেকে।তবে ১০ ও ১১ জুন শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ১০জুন থেকেই ছুটি শুরু হচ্ছে।ছুটি উপলক্ষে ইতিমধ্যেই আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক মেসগুলো খালি হওয়া শুরু হয়েছে।

ছুটি শেষ হবে আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার।তবে ১৫ ও ১৬ জুলাই শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ জুলাই থেকে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন শিশির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান,প্রশাসনিক কার্যক্রম ১১জুন থেকে ২১ জুন এবং ৩জুলাই থেকে ১৪জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে ক্যাম্পাস বন্ধের সময় আবাসিক হল বন্ধের সিন্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ছুটি চলাকালীন সময়ে যারা আবাসিক হল এ থাকতে চায় তারা হল প্রভোস্টের অনুমতি নিয়ে থাকতে পারবে।


Related News

Comments are Closed