Main Menu

সাটুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে সেকেন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা বাস ও ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পরপর মহাসড়কে প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশের উদ্ধার অভিযান শেষে মহাসড়কে যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।


Related News

Comments are Closed