Main Menu

সিলেটে বিক্রি বন্ধ জাকির নায়েকের পিস মোবাইল

সিলেটে ড: জাকির নায়েকের পিস মোবাইল বিক্রি বন্ধ হয়ে গেছে। তার বক্তব্য এবং বিভিন্ন ধরনের অ্যাপস সমৃদ্ধ এ মোবাইলটি বাজারে আসার শুরুর দিকে বেশ আলোড়ন তুলতে সক্ষম হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য মোবাইলের চেয়ে পিস মোবাইলের দাম বেশ চড়া ছিল। কিন্তু ধর্মীয় আবেগপ্রবন কাস্টমাররা দামের দিকে তাকান নি। দেদারছে কিনেছেন ইসলামী বিনোদন আর পূণ্যের আশায়। ইসলাম ধর্মের অনেক জটিল বিষয় সহজেই বুঝতে পারবেন এমন প্রত্যাশাও ছিল ক্রেতাদের।

পিস মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে তখন প্রচুর পিস মোবাইল চলেছে।

তবে আবেগে ভাটা পড়তেও খুব একটা সময় লাগেনি। আস্তে আস্তে এ মোবাইলের চাহিদা কমতে থাকে।

রাজধানীর গুলশান ট্র্যাজিডি আর শোলাকিয়া কান্ডের পর সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ার পাশাপাশি পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেন। এক পর্যায়ে পিস মোবাইলের ব্যাবসা ও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

মোবাইল ব্যবসায়ী ঐ সূত্রটি জানায়-বর্তমানে সিলেটে আর পিস মোবাইল আসছেনা।

কাস্টমাররা এখন ভূলেও এ মোবাইলের খোঁজ নিচ্ছেন না।


Related News

Comments are Closed