News Bangla 24 BD | শপথ নিলেন রসিকের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান
News Head

শপথ নিলেন রসিকের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান


প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করলেন রংপুর সিটির নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান। বৃহস্পতিবার সকাল ১০.৪০ মিনিটে গণভবনে এ শপথ গ্রহণ করেন তিনি।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মোট ১’শ ৯৩টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পার্টির (এ) মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) ১ লাখ ৬০ হাজার ৪শ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ