News Bangla 24 BD | জঙ্গিদের ফোন নম্বর বুঝবেন কীভাবে?
News Head

জঙ্গিদের ফোন নম্বর বুঝবেন কীভাবে?


বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিদের এক ধরনের হিংস্র আক্রমণ করতে দেখা যাচ্ছে। এ জন্য যোগাযোগের ক্ষেত্রে তারা প্রযুক্তিকে ব্যবহার করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফোন। এতে করে এর ফাঁদে পরে অনেকে বিভ্রান্ত হচ্ছে। তবে কিছু ধারণা থাকলে এ ধরণের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্ত থাকা যাবে। চলুন জেনে নেওয়া যাক সেরকম কিছু বিপদসঙ্কুল নম্বর।
মনে রাখবেন, অপরিচিত নম্বর থেকে আসা বিশেষ কিছু কল আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এসব কল ভুল করে রিসিভ করলে কিংবা ব্যাক করলেই চরম বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।
মোবাইল ফোন গ্রাহকদের অনেকেই +375602605281, +37178565072 +56322553736, +37127913091, +255901130460, +37052529259 এই রকম কিছু নম্বর থেকে মিস কল আসার শিকার হয়েছেন। অথবা এমন কিছু নম্বর থেকে কল আসছে যার শুরুতে +375 +371 +381 এই code গুলো থাকে।
এই রকম নম্বর থেকে মিসড কল হলে অথবা কিছুক্ষণ রিং বেজে বন্ধ হয়ে গেলে, আপনি যদি ব্যাক করেন তবেই বিপদ। আপনার ব্যালেন্স থেকে 15-30$ কেটে নেয়া হবে। আর তিন সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্টের সম্পূর্ণ কপি তাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া আপনার ফোনে যদি ব্যাংক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য সেভ করা থাকে তবে সেগুলোও তারা কপি করতে পারে।
এছাড়া কোনো নম্বর থেকে ফোন করে আপনাকে প্রলোভনমূলক কথা বলে যদি #90 ও #09 চাপতে বলা হয়, তাহলে দয়া করে তা কখনোই করবেন না। এতে আপনার ফোনের সিম কার্ড ক্লোনিং হতে পারে। যাতে আপনার নম্বরের আর একটি সিম কার্ড বানিয়ে নেবে তারা। তারপর আপনার নম্বর ব্যবহার করে বিভিন্ন অসামাজিক কাজ করবে জঙ্গিগোষ্ঠীগুলো। যার বিন্দুমাত্রও আপনি টের পাবেন না।
এবার চলুন জেনে নেই এসব ফোন কোন কোন জায়গা থেকে করা হয় এবং কোন জঙ্গিগোষ্ঠী করে থাকে।
যেমন +375 কোডের ফোন বেলারুশ থেকে করা হয়। +93 কোডের ফোন আফগানিস্তান থেকে করা হয়। +371 কোডের ফোন লাটভিয়া, +381 কোডের ফোন সার্বিয়া, +563 কোডের ফোন চিলি, +370 কোডের ফোন লিথুনিয়া এবং +255 কোডের ফোন আসে তানজানিয়া থেকে। এই সকল ফোন সাধারণত: বিভিন্ন জঙ্গিরা করে থাকে। তাই সাবধান!

এ বিভাগের অন্যান্য সংবাদ