News Bangla 24 BD | সম্পাদকীয় ঈদ শুভেচ্ছা
News Head

নিউজ বাংলা ২৪ বিডির সম্পাদকের পক্ষ থেকে সকল লেখক,সাংবাদিক,পাঠকসহ সারা দেশসবাসীকে জানাই পবিত্র ঈদ উল আয্হার ঈদ শুভেচ্ছা।
ঈদের দিন সকল মুসলমান বিনম্র হৃদয়ে ঈদুল আজহার নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে মহান রবের উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন।
আল্লাহর রাহে নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্ট চিত্তে বিলিয়ে দেয়ার এক সুমহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। ইসলামী শরিয়াহ অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। আল কোরানের সূরা কাউসারে বলা হয়েছে, ‘অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড় এবং কোরবানি কর। সূরা হজে বলা হয়েছে, কোরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা। ঈদ মোবারক ঈদ মোবারক।।।

এ বিভাগের অন্যান্য সংবাদ