News Bangla 24 BD | ভিআইপিরা কে কোথায় মোনাজাতে অংশ নেবেন
News Head

ভিআইপিরা কে কোথায় মোনাজাতে অংশ নেবেন


বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বয়ান মঞ্চে বসে মোনাজাতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া প্রতিবারের মতো এবারও দোয়া মঞ্চের পাশে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশির ভাগ সময় টঙ্গীর বাটা সু কারখানার ছাদে আখেরি মোনাজাতে অংশ নিলেও মুসল্লিদের ভিড় বেশি হলে ও নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় অবস্থান নিয়ে বিশেষ ব্যবস্থায় গত আখেরি মোনাজাতের মতো এবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোনাজাতে অংশ নিতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কর্মকর্তারা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষসহ ময়দানের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে মোনাজাতে অংশ নেবেন।
বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লি : গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, শনিবার দুপুর পর্যন্ত বিশ্বের অন্তত ১০০টি দেশের প্রায় ১০ হাজার বিদেশি মুসল্লি এরই মধ্যে ইজতেমায় অংশ নিয়েছেন। আরো বিদেশি মেহমান টঙ্গীর পথে রয়েছেন।

ফলে এবারের ইজতেমায় বিদেশি মুসল্লির উপস্থিতির সংখ্যা আরো বাড়বে বলে আয়োজকরা আশা করছেন। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য মোট তিনটি পৃথক বিদেশি নিবাস নির্মাণ করা হয়েছে। সেখানে তাঁদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ