News Bangla 24 BD | বিদেশী মুসল্লির পাসপোর্ট চুরির চেষ্টা, কারাদন্ড যৌতুকবিহীন বিয়ে হচ্ছে না এবার
News Head

বিদেশী মুসল্লির পাসপোর্ট চুরির চেষ্টা, কারাদন্ড যৌতুকবিহীন বিয়ে হচ্ছে না এবার


শামসুল হক ভূঁইয়া,গাজীপুর
বিশ্ব ইজতেমায় সৌদি আরবের এক মুসলিল্লর পাসপোর্ট চুরির চেষ্টাকালে শনিবার সকালে একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ইজতেমায় নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদারীপুর জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট বদরুদদোজা শুভ  সকালে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম  হাফেজ আব্দুল আজিজ (৩২) । তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া  উপজেলা এলাকায়। গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোছা. রেবেকা সুলতানা জানান, বিশ্ব ইজতেমার বিদেশী নিবাসে ঢুকে সকাল সাড়ে ৯টার দিকে আজিজ এক  সৌদি নাগরিকের পকেট  থেকে পাসপোর্ট ও টাকা চুরির চেষ্টা চালায়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি  আরো জানান, ওই বিদেশী মুসল্লির পাসপোর্ট ফিরিয়ে দেয়া হয়েছে।
বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে হচ্ছে না: প্রতিবছরই বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর ইজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হতো। এ বছর ওই বিয়ের আয়োজন থাকছে না। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন এসব তথ্য জানিয়েছেন । তিনি জানান, ইজতেমা ময়দানে  যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলে তা  কেবল এই ময়দানে আসা মুসুলি¬রা জানতে পারেন। এলাকার  লোকজন এমনকি অনেক স্বজনরাও তা জানতে পারেন না। ফলে ওই বিয়ের আকর্ষণ কমে যায়। এজন্য এবার  থেকে ইজতেমা ময়দানে  যৌতুকবিহীন বিয়ের বিষয়টি তালিকাভুক্ত হলেও তাদের নিজ নিজ এলাকায় গিয়ে ওই বিয়ের আয়োজন করতে বলা হয়েছে। এবার মাঠে ওই বিয়ের আনুষ্ঠানিকতা  নেই।  তিনি আরো জানান, বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল  যৌতুক বিহীন বিয়ে। কনের সম্মতিতে ও কনে পক্ষের  লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো ওই  বিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ