News Bangla 24 BD | যুক্তরাজ্যের জি এস সি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিওনের নতুন কমিটির অভিষেক
News Head

যুক্তরাজ্যের জি এস সি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিওনের নতুন কমিটির অভিষেক


ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্যে) থেকে:-
গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে এর চেষ্টার এন্ড ওয়েলস রিজিওনের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুণমিলনী অনুষ্টান অত্যান্ত জ্যাঁকজমক পূনভাবে অনুষ্টিত হয়েছে।
চেষ্টার এন্ড নর্থওয়েল রিজিওনের নতুন কমিটির অভিষেক অনুষ্টান উপলেক্ষ সাংস্কৃতিক অনুষ্টানে চেষ্টারের মেয়র , কাউন্সিলির সহ কমিউনিটির সর্ব স্তরের লোকজন উপস্থিত থেকে বাংলার সংস্কৃতিকে খুব কাছে থেকে তাঁরা উপলদ্ধি করেছেন।
সোমবার চেষ্টারের স্থানীয় একটি হলে সংগঠনের চেয়ারপার্সন আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন ম্যানচেষ্টাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার মিসেস ফেরদৌসী শাহারিয়ার।
সভায় বিশেষ অতিথি হিসেবে জি.এস.জি প্যাট্রন ড. হাসনাত এম হোসাইন এমবি.ই উপস্থিত থেকে নতুন কমিটিকে শপথ পাঠ করান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চেষ্টারের লড মেয়র কাউন্সিলার রাজিয়া ডেনিয়েলস, কাউন্সিলার আলেক্র ব্লাক, কাউন্সিলার ক্যারল গাহন, কাউন্সিলার আব্দুল মুকিত, জি.এস.সি‘ র সাবেক সেন্টাল চেয়ারপার্সন মনছব আলী জেপি, সামছুদ্দিন আহমেদ এমবিই সহ আরো অনেকই।
সভা শুরুর প্রধমই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ট্রেজারার কয়ছর মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি.এস.সি চেষ্টার এন্ড নর্থওয়েল রিজিওনের সাবেক সভাপতি সফু মিয়া, সহ সভাপতি এমদাদুর রহমান, আব্দুস ছালাম, আজাদ উদ্দিন, এটিএম লোকমান, রেজাউল ইসলাম রাজা, লিভারপুল বাংলা প্রেসক্লারের সাধারণ সম্পাদক ফখরুল আলম, সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদি, আব্দুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব করি সুরুজ্জামান চৌধুরী, এম মোস্তফা, প্রমুখ।
প্রধান অতিথি সহ কারী হাই কমিষনার মিসেস ফেরদৌসী শাহারিয়ার নতুন কমিটির নেতৃবৃন্দেরকে স্বাগত জানিয়ে বলেন- এধরনের সাংস্কৃতি অনুষ্টানের মাধ্যমে প্রবাসে বেড়ে উঠা শিশু কিশোরদের মধ্যে বাংলা সংস্কৃতির বিকাশের গুরুত্ব পূর্ন ভুমিকা রাখবে।
দুই পর্বের অনুষ্টানের শেষ পর্ব সাংস্কৃতিক অনুষ্টানটি ফখরুল আলমের উপস্থাপনায় অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন লন্ডন থেকে আগত সঙ্গীত শিল্পী শতাদ্ধী কর, লাবনী বড়ঁয়া সহ স্থানীয় শিল্পীরা। এতে কৌতুক অভিনেতা তাসলিম আহমেদ তার পরিবেশনায় বিভিন্ন কৌতুকে হলভর্তি দর্শক মাতিয়ে গেলেন। আমন্ত্রিত অতিথিরা দিনভর গান, কৌতুক, যাদু প্রদর্শন সহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্টান উপভোগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ