News Bangla 24 BD | গাজীপুরে মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
News Head

গাজীপুর প্রতিনিধি
মাকে কুপিয়ে হত্যার দায়ে তার ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন । একই সাথে আদালতের বিচারক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডে আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত হলেন জেলার কাপাসিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকার হেকিম মোল্লার ছেলে মো. সানা উল্লাহ । বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষনা করেন।
গাজীপুর আদালতের কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০০৫ সালের ৭ মে সানাউল্লাহ তার বোন ফাতেমা বেগমের (৩৫) নিকট টাকা চায়। বোন টাকা দিতে অস্বীকার করায় সানা উল্লাহ দা দিয়ে তার বোনকে কোপাতে থাকে। এ সময় তার মা দেলোয়ারা বেগম (৫৫) নিজের মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে সানা উল্লাহ মাকেও কোঁপায়। এতে মা দেলোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে সানা উল্লাহর বাবা মো. হেকিম মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা ছেলের বিরুদ্ধে মাশলা দায়ের করেন। কাপাসিয়া থানার এসআই বিনয় কৃষ্ণ কর তদন্ত শেষে সানা উল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ