News Bangla 24 BD | পা দিয়ে বোলিং
News Head

ইচ্ছে থাকলে মানুষ কি না করতে পারে। তারই এক উদাহরণ কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির হুসেন। হাত না থাকা সত্ত্বেও তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বেশ ভালোভাবেই।
আমরা হাত ছাড়া ক্রিকেট খেলাতো দূরের কথা অন্য যে কোনো কাজকেই প্রায় অসম্ভব মনে করি। কিন্তু ২৬ বছর বয়সী আমিরের কাছে হাতই মুখ্য বিষয় নয়। তার দুটি হাত না থাকা সত্ত্বেও তিনি দিব্যি ক্রিকেট খেলে চলেছেন। তবে তার ব্যাটিং করার কৌশলটা একটু অন্যরকম। তিনি কাঁধে ব্যাট রেখে তা থুতনি দিয়ে চেপে ধরে ব্যাট করেন। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও তিনি পিছিয়ে নেই। পা দিয়ে তিনি বোলিং করেন সফলভাবেই।
ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসা এবং ইচ্ছা শক্তিতে তিনি এই অসম্ভব কাজকে সম্ভব করতে পেরেছেন।
আমির সকলের মতই তিনি স্বাভাবিক ছিলেন। কটি দুর্ঘটনা তার জীবনকে বদলে দিয়েছে। তার বাবার ব্যাট তৈরির কারখানায় কাজ করতেন। আমিরও সেখানে কাজ করতেন। কিন্তু আট বছর বয়সে সেই ব্যাট তৈরির ম্যাশিনে তার হাত দুটি গুরুতর জখম হয়। ফলে তার দুই হাতই কেটে বাদ দেয়া হয়। কিন্তু ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসা আর আত্মবিশ্বাসই তাকে আজ এই স্থানে নিয়ে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ