News Bangla 24 BD | গাজীপুরে ২০দিন ব্যাপী রথযাত্রা শুরু
News Head

গাজীপুরে ২০দিন ব্যাপী রথযাত্রা শুরু


 গাজীপুর জেলা শহরে শনিবার থেকে শুরু হয়েছে ২০দিন ব্যাপী ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দেড়শ বছরের প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা। গাজীপুরের জেলা প্রশাসক ও অনুষ্ঠানের সভাপতি ড. দেওয়াম মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য আলহাজ¦ এড. আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এড. আব্দুল হাদী শামীম ও গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক।
উল্লেখ ভাওয়াল রাজা কালীনারায়ন রায় চৌধুরীর আমলে এ রথযাত্রা ও মেলার প্রচলন শুরু হয়। প্রতি বছর জেলা শহরের রথখোলায় এ মেলা বসে। মেলায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকেও লোকজনের সমাগম হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে মেলায় প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ, শিশু কিশোর ও বৃদ্ধা বনিতার সমাবেশ ঘটে। আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

এ বিভাগের অন্যান্য সংবাদ