News Bangla 24 BD | গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি-ডে অনুষ্ঠিত
News Head

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি-ডে অনুষ্ঠিত


গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যমিলি ডে- ২০১৯ মঙ্গলবার গাজীপুর মহানগরের পূবাইলে অরণ্যবাস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সকল সদস্যগণ তাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে দিনটি আনন্দ উল্লাসে কাটান।
গাজীপুরের জেলা প্রশাসক এসএস তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ আজাদ মিয়া, পুলিশ সুপার সামসুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম ও সহকারি পুলিশ সুপার শেখ রাসেলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ওই ফ্যামিলি ডে’ তে অংশ গ্রহণ করেন। এসপি সামসুন্নাহার সাংবাদিকদের অনুরোধে অনুষ্ঠানে বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
দিনটি উদ্যাপন করতে প্রেসক্লাব নির্বাহী কমিটি খেলা-ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখেন।
প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সুন্দরভাবে ক্রীড়ানুষ্ঠান পরিচালিত হয়। তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন- দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাপ্তাহিক ভাওয়ালের বার্তা সম্পাদক সুশীল চন্দ্র পালসহ সর্ব সাংবাদিক যথাক্রমে মোঃ মনিরুজ্জামন, দৈনিক কন্ঠবানী’র সম্পাদক ও প্রকাশক এম জে আলম, পলাশ মল্লিক, আব্দুল মালেক, আঃ গাফ্ফার, মিল্টন খন্দকার ও মোস্তফা কামাল প্রধান প্রমুখ।
এছাড়া মঞ্চে ঘোষক হিসেবে দায়িত্ব পালন করেন- সাংবাদিক বেলাল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত আলী, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন প্রমুখ। সাংবাদিক এম এ ফরিদ আবৃত্তি করেন কবিতা এবং গান পরিবেশন করেন ডেইলী স্টারের গাজীপুর প্রতিনিধি সোহেল আকন্দ। এছাড়া উত্তেজনা পূর্ণ ফুৃটবল খেলায় তুখোর রেফারির দায়িত্ব পালন করেন ডেইলী ইন্ডাস্ট্রি’র গাজীপুর প্রতিনিধিন প্রতাপ কুমার গোপ।
অনুষ্ঠানে দুপুরের খাবার পরিবেশনও ছিল অত্যন্ত সুন্দর। প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক এসএম রিপন শাহ তাদের মেধা খাটিয়ে আন্তরিকভাবে সকলের প্রতি খাবার টেবিলসহ ক্রীড়াঙ্গনের দিকে রেখেছেন সু-দৃষ্টি। ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন বাবুলও তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। সকালের নাস্তার ব্যবস্থাও ছিল চমৎকার।
গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গণমুখ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, অনিল মন্ডল, মুকুল কুমার মল্লিক ও আতাউর রহমানসহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ এনামুল হক, মাজহারুল ইসলাম মাসুম ও মোঃ খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে ইকবাল আহম্মেদ সরকার, মাসুদুল হক, মোঃ রুহুল আমিন, মোঃ নজরুল ইসলাম, রাহিম সরকারসহ সাংবাদিক মাহতাব উদ্দিন আহমদ, দৈনিক জনসংবাদ’র সম্পাদক ও প্রকাশক মোঃ মাহফুজুল হক, দৈনিক বাংলা ভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজাহার, বাংলা ভিশন’র গাজীপুর প্রতিনিধি মীর ফারুক, জনকন্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, কাজী মোসাদ্দেক হোসেন, যায় যায় দিন’র মোঃ আবুল হোসেন, আলোকিত বাংলাদেশ’র আবুল হোসেন চৌধূরী, সারোয়ার হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ, বিটিভি’র আব্দুর রহমান, ইনকিলাব’র দেলোয়ার হোসেন, ইনডিপেনডেন্ট টিভি’র হাসান, সাংবাদিক এম এ ফিরোজ, সাংবাদিক সামছুল হক ভূঁইয়া, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক রোমান শাহ আলম, দৈনিক নওরোজের বায়েজিদ হোসেন, দৈনিক খোলা কাগজের তানজেরুল ইসলাম, পিলসুজ সম্পাদক আবু হানিফা, সাংবাদিক আফজাল হোসেন, সাংবাদিক সাব্বির আহমদ রুবেল, সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক হোসেন খান, সাংবাদিক সাদেক আলী, ডিবিসি চ্যানেলের মাহমুদা, সাংবাদিক মাহাবুবুর রহমান, সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, সাংবাদিক সিরাজ উদ্দিন, সাংবাদিক বিল্লাল হোসেন ও সাংবাদিক মোঃ হাবিবুর রহমানসহ গাজীপুর প্রেসক্লাবের প্রায় সকল সদস্য এই ফ্যামিলি ডে অনুষ্ঠানে উপ্িস্থত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ