News Bangla 24 BD | গাজীপুর সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
News Head

মিলন শেখ : সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকান্ড অমান্য করায় গাজীপুর সদর উপজেলার বিভিন্ন বাজারগুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসক।
শনিবার দিনব্যাপী হোতাপাড়া, ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘেরবাজার সহ আশপাশের দোকানগুলোতে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী।
অভিযানে সরকারের আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে বিভিন্ন মামলায় জরিমানা আদায় করা হয়।
এছাড়াও মহাসড়কে গাড়ি থামিয়ে মাস্ক বিতরণ সহ লকডাউনে ঘর বন্দী হয়ে পড়া গরীব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী বলেন, করোনা মোকাবিলায় চলমান লকডাউনে সকলকে বিধিনিষেধ পালন করতে হবে। অন্যথায়, অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ