News Bangla 24 BD | বাড়ীয়াতে ৯,৪২১কিঃমঃ বিদ্যুতায়ন উদ্বোধন
News Head

বাড়ীয়াতে ৯,৪২১কিঃমঃ বিদ্যুতায়ন উদ্বোধন


গাজীপুর পল্লী বিদ্যু সমিতি আয়োজনে বাংলাদেশ পল্লী বিদ্যু বোর্ডের গাজীপুরের প্রকল্পের ্রঅর্থায়নে বাড়ীয়াতে ৯,৪২১কিঃমঃ বিদ্যুতায়ন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এমপি

গাজীপুর পল্লী বিদ্যু সমিতি আয়োজনে বাংলাদেশ পল্লী বিদ্যু বোর্ডের গাজীপুরের প্রকল্পের ্রঅর্থায়নে কুমুন শহীদ ময়েজ উদ্দিন মুক্ত মঞ্চে গত ৭ই জানুয়ারীতে বাড়ীয়াতে ৯,৪২১কিঃমঃ বিদ্যুতায়ন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এমপি । বাড়ীয়া, বলদা,নাসারান ও পাড়াগাও গ্রামে ১,৫১৮৮,০০০,০০টাকা ব্যয়ে ৫১ টি ট্্রান্সফরমার ও ২০৭টি খুটির মাধ্যমে ৬৯৩ গাহকের সংযোগ পাবে। বাড়ীয়ার চেয়ারম্যাম মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি গাজীপুর পল্লী বিদ্যু সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অমীম কুমার দাশ বক্তব্য রাখেন । এর পূর্বে পূবাইল ব্রীজ হইতে বড় কয়ের হাইস্কুল পর্যন্ত রাস্তা বর্ধি করণ ও রেওলা কাঙ্গারখাল ব্রিজ পুর্নবাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী । এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা ভ’মি কর্মকর্তা বিনীতা রানী, জেলা কৃষকলীগ সাধানণ সম্পাদক মোঃ মনির হোসেন আওয়ামীলীগ নেতা মোঃ ছাদেকুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, এড, মোঃ জালাল উদ্দিন, ছাত্র নেতা রেজাঊল আলম রনি, মোঃ নাছির উদ্দিন ইউপি সদস্য মোতালেব গাজী প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন।

এ বিভাগের অন্যান্য সংবাদ