News Bangla 24 BD | অপরাধে সহায়তা প্রদান করাও কি অপরাধ?
News Head

অপরাধে সহায়তা প্রদান করাও আইনতঃ দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি আইনের ১০৭ থেকে ১২০ ধারা পর্যন্ত এর র্বণনা রয়েছে।
যদি কোন ব্যক্তি কোন অপরাধে সাহায্য করে, কিংবা এমন একটি কাজে সাহায্য করে, যে কাজটি সাহায্যকারীর উদ্দেশ্যে বা জ্ঞানের ন্যায় একই উদ্দেশ্য নিয়ে বা একই জ্ঞানের ভিত্তিতে যে ব্যক্তি আইন বলে কোন অপরাধ অনুষ্ঠান করতে সক্ষম সে ব্যক্তি অনুষ্ঠান করলে অপরাধ হতো , তাহলে প্রথমোক্ত ব্যক্তি অপরাধ অনুষ্ঠানে সাহায্য করে।
উদাহরণঃ কিরণকে হত্যা করার উদ্দেশ্যে বাদল শুভকে উস্কানি দেয়। এই প্ররোচনার ফলে শুভ কিরণকে ছুরিকাঘাত করে। কিরণ এই আঘাত হতে আরোগ্য লাভ করে। বাদল শুভকে হত্যা করতে সাহায্য করার জন্য অপরাধী।

এ বিভাগের অন্যান্য সংবাদ