News Bangla 24 BD | গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ৬ জনের অর্থদন্ড
News Head

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ৬ জনের অর্থদন্ড


 গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনার পলাশ টেক এলাকায় তিতাস গ্যাস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব দন্ড প্রদান করা হয় ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান জানান, অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনার পলাশ টেক এলাকার বিভিন্ন বাসা বাড়ী ও কারখানায় মঙ্গলবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয় । এসময়, উক্ত এলাকার রোশনারাকে ৫ হাজার টাকা, নাজমা আক্তারকে ১০ হাজার টাকা, নুর জাহানকে ১০ হাজার টাকা, নিয়াজ আহমেদকে ২০ হাজার টাকা, মানিক মিয়াকে ৮০ হাজার টাকা ও হারুনুর রশিদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান ও মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী জাবের নূরানী, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ