News Bangla 24 BD | গাজীপুরে ৩ সন্তানের জননীকে এসিড মেরে হত্যার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন
News Head

গাজীপুরে ৩ সন্তানের জননীকে এসিড মেরে হত্যার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ৩ সন্তানের জননীকে এসিড মেরে আগুনে পুড়ে মারার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন । দন্ডপ্রাপ্ত হলেন জেলার জয়দেবপুর থানার বাঘালবাড়ি গ্রামেরমৃত ছামাদের ছেলে আবুল হোসেন। বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষনা করেন।
গাজীপুর আদালতের কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০০৭ সালের ১৩ নবেম্বর মঙ্গলবার রাত ১১টার সময় জয়দেবপুর থানার বাঘালবাড়ি গ্রামের দরিদ্র ফারুকের স্ত্রী শিউলি বেগম নিজ ঘর থেকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের একই গ্রামের আবুল হোসেন,আবুল কাশেম এসিড নিক্ষেপ করে শরীর জলসে দেয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টাকার অভাবে চিকিৎসা করাতে ও যাতায়াতে সামর্থ না থাকায় শিউলিকে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে তার শরীর থেকে মাংস খসে পরতে থাকে। এ অবস্থায় একই বছরের ১২ ডিসেম্বর মুত্যু বরন করে। এঘটনায় নিহত শিউলির মা মনোয়ারা বেগম জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ